বিএসএফ সদস্যকে ফেরত দিতে ‘নারাজ’ পাকিস্তান

india-pakistan-1

পাকিস্তানের হাতে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র সদস্যকে আটকের চার দিনেও ফেরত পায়নি ভারত।

বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাউকে ফেরত পেতে এরই মধ্যে তিন দফা পতাকা বৈঠক হয়েছে দু’দেশের মধ্যে। তবে সমাধান এখনও আসেনি।

ভারতের পেহেলগামে গত মঙ্গলবার জঙ্গি হামলায় প্রাণ যায় ২৬ জনের। এ ঘটনায় মদত দেওয়ার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। দুই দেশের টানাপোড়েনের মধ্যেই বুধবার ভুল করে পঞ্জাবের ফিরোজপুরে সীমান্ত পেরিয়ে পাকিস্তান ভূখণ্ডে প্রবেশ করলে পূর্ণমকে আটক করে পাক রেঞ্জার।

এরপর পাকিস্তানি রেঞ্জারদের সঙ্গে তিন বার ‘ফ্ল্যাগ মিটিং’ করেছে বিএসএফ। যদিও তার পরেও সমস্যার সমাধান হয়নি।

এমনিতে সীমান্তরক্ষীদের ভুল করে নিয়ন্ত্রণরেখা পার হওয়ার ঘটনা নতুন নয়। দুই দেশের বাহিনীর বৈঠকের পরে তাদের মুক্তিও দেওয়া হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখনও পাকিস্তান আটক বিএসএফ সদস্যকে ফেরত পাঠাতে নারাজ।

এই ঘটনার পরে ভারত-পাক নিয়ন্ত্রণরেখায় উচ্চ সতর্কতা জারি করেছে বিএসএফ। ওই সদস্যকে ফেরানোর বিষয়ে সব রকমের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিএসএফ।

ভারতীয় গণমাধ্যমের খবর, পাকিস্তানি রেঞ্জারদের সঙ্গে কমান্ডার স্তরে বৈঠক করার অনুরোধ জানিয়েছে বিএসএফ। শিগগিরই বৈঠকে বসতে পারেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার স্তরের কর্মকর্তারা।

আরও পড়ুন