ভারত সিন্ধু নদে কাঠামো গড়লে পাল্টা আঘাতের হুমকি পাকিস্তানের

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

সিন্ধু পানিচুক্তি লঙ্ঘন করে সিন্ধু নদে কোনো কাঠামো নির্মাণ করা হলে পাকিস্তান আঘাত হানবে বলে হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলার পর ইসলামাবাদ ও নয়া দিল্লির মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এমন হুঁশিয়ারি এলো।

ওই সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়, যাদের মধ্যে একজন ছাড়া সবাই পর্যটক।

ভারত শুরু থেকেই অভিযোগ করে আসছে, হামলার পেছনে ইসলামাবাদের হাত রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে এরই মধ্যে ভারত সিন্ধু পানিচুক্তি স্থগিত করার পাশাপাশি পাকিস্তানিদের ভিসা বাতিল এবং ওয়াগা-আত্তারি সীমান্ত বন্ধ করে দিয়েছে। ভারতের পক্ষ থেকে ছিন্ন করা হয়েছে সব ধরনের বাণিজ্য সম্পর্ক।

জবাবে ইসলামাবাদ ভারতীয় কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কারের নির্দেশ দিয়েছে।

শিখ তীর্থযাত্রী ছাড়া সকল ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল এবং পাকিস্তানের দিক থেকে প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার জিও নিউজের প্রোগ্রাম ‘নয়া পাকিস্তানে’ খাজা আসিফ বলেন, সিন্ধু পানি চুক্তি লঙ্ঘন করে সিন্ধু নদে কোনো কাঠামো নির্মাণ করা হলে তা পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন হিসেবে বিবেচিত হবে।

তিনি বলেন, “যদি তারা কোনো ধরনের কাঠামো নির্মাণের চেষ্টা করে, আমরা তাতে আঘাত হানব।”

খাজা আসিফ আরও বলেন, “আগ্রাসন শুধু কামান বা গুলি চালানোর মাধ্যমেই হয় না; এর অনেক রূপ আছে। সেই রূপগুলোর একটি হলো নদীর পানি অবরোধ বা ভিন্ন পথে চালিত করা, যা ক্ষুধা ও তৃষ্ণায় মৃত্যুর কারণ হতে পারে।”

তিনি সতর্ক করে বলেন, “যদি তারা কোনো স্থাপনা তৈরির প্রচেষ্টা চালায়, তবে পাকিস্তান সেই কাঠামো ধ্বংস করে দেবে। তবে আপাতত, আমরা আলোচনার মাধ্যমে চেষ্টা চালাচ্ছি।”

অবশ্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মনে করেন, নয়া দিল্লির পক্ষে সিন্ধু পানি চুক্তি লঙ্ঘন করা সহজ হবে না।

তিনি জানান, ভারতীয় সরকারের একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার বিষয়ে ইসলামাবাদ সংশ্লিষ্ট অংশীদারদের কাছে যাবে।

এ ছাড়া ভারত নয়া দিল্লি ইসলামাবাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে পাকিস্তান সরকার ছেড়ে কথা বলবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

খাজা আসিফ বলেন, “ভারত ক্রমাগত উস্কানি দিচ্ছে, কিন্তু আমরা কেবল পাল্টা ব্যবস্থা নেব।”

আরও পড়ুন