শীতের মৌসুমের ত্বকের পাশাপাশি ভীষণভাবে প্রয়োজন চুলের যত্ন নেওয়া। হিমেল হাওয়ার পরশে ত্বক ও চুলের রুক্ষ ও শুষ্কভাব ক্রমশ বাড়তে শুরু করে। শুষ্ক চুলের সঙ্গে লড়াই করা শীতকালে খুবই স্বাভাবিক ঘটনা। তবে এ সমস্যা শুধু যে শীতকালের, তা একেবারেই নয়।
রোদ, ধুলোবালি, দূষণ এর অন্যতম কারণ। দৈনন্দিন জীবনে অত্যধিক ব্যস্ততার ফাঁকে আলাদা করে চুলের দিকে নজর দেওয়ার সময় পাওয়া যায় না। চুলের শুষ্কতা ও নিস্তেজ ভাব দূর করতে এখন থেকেই চুলের সঠিক যত্ন নেওয়া শুরু করা গুরুত্বপূর্ণ। এর জন্য সময় বের করে পার্লারে যেতে হবে না। রান্নাঘরের কিছু উপকরণ কাজে লাগালেই চুল উজ্জ্বল দেখাবে। দেখে নেওয়া যাক সহজ দু’টি হেয়ার মাস্ক।
নারকেল তেল চুল হাইড্রেটেড রাখতে সবচেয়ে কার্যকরী। বেশি খাটতে না চাইলে নারকেল তেল হালকা গরম করে নিয়মিত মাথায় মাসাজ করতে হবে। প্রয়োজনে তার সঙ্গে ২টি ডিমের কুসুমের সঙ্গে দই মিশিয়ে নিতে হবে। শুকনো বা হালকা ভেজা চুলে এই মাস্ক লাগিয়ে রাখতে হবে ২০ মিনিট। হালকা গরম জল ধুয়ে ফেললেই চুলের উজ্জ্বলতা ফিরবে।
এখানেই শেষ নয়, দেখে নেওয়া যাক আরও একটি সহজ হেয়ার মাস্ক। এর জন্য একটা বা দুটো পাকা কলা, ১ চা চামচ নারকেল তেল, ১ চা চামচ মধু ও ১ টেবল চামচ ভিনিগার মিশিয়ে মাস্ক তৈরি করতে হবে। তারপর সেটা পুরো চুলে এই মাস্ক লাগিয়ে রাখতে হবে ৫ মিনিট। হালকা গরম পানিতে চুল ধুয়ে নিয়ে মোটা দাঁতের চিরুনি দিয়ে যত্ন করে আঁচড়ে নিতে হবে। তবে কলার গন্ধ যদি ভাল না লাগে তাহলে সুন্দর গন্ধযুক্ত কোনও হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেওয়া যেতে পারে।