কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধীর ঝোলা ব্যাগ নিয়ে আলোচনা যেন শেষই হচ্ছে না। বাংলাদেশ ও ফিলিস্তিনকে নিয়ে তার ছবি ভাইরাল হওয়ার পর এবার তৃতীয় আরেকটি ছবি ছড়িয়ে পড়েছে অন্তর্জালে, যেখানে লেখা আছে, আমি বাংলাদেশি হিন্দুদের নিয়ে কোনো পরোয়া করি না (ডোন্ট কেয়ার অ্যাবাউট বাংলাদেশি হিন্দুস)।
ভাইরাল হওয়া এই ছবিটি মূলত এডিট করা একটি ছবি। প্রকৃত ছবিটি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয় গত ১৬ ডিসেম্বর।
ওই ছবিতে দেখা গেছে, প্রিয়াঙ্কা গান্ধী সংসদের বাইরে একটি ঝোলা ব্যাগ কাঁধে দাঁড়িয়ে ছবি তোলার পোজ দিয়েছিলেন চিত্র সাংবাদিকদের। সেটিতে প্যালেস্টাইনকে সমর্থনের কথা লেখা ছিল।
তার পরদিন, ১৭ ডিসেম্বর প্রিয়াঙ্কা একটি ব্যাগ কাঁধে কংগ্রেস এমপিদের বিক্ষোভে যোগ দিয়েছেন বলে ছবি ভাইরাল হয়। সংসদ চত্বরে সেদিন কংগ্রেস এমপিরা বাংলাদেশে হিন্দু-খ্রিস্টান সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছিলেন। ভাইরাল ছবিতে প্রিয়ঙ্কার ব্যাগে লেখা ছিল, বাংলাদেশি হিন্দুদের নিয়ে আমি ভাবি না।
ফ্যাক্ট চেকে জানা গিয়েছে, ওই ছবিটি এডিট করে পোস্ট করা হয়েছিল।
ডেকান হেরাল্ড এই খবর দিয়ে লিখেছে যে তারা গুগল লেন্স সার্চ-এ পরীক্ষা করে দেখেছে, বাংলাদেশি হিন্দুদের নিয়ে লেখা ব্যাগটি আসলে এডিট করে করা হয়েছে।
প্রিয়াঙ্কা নিজে তার ইনস্টাগ্রামে প্যালেস্টাইন লেখা ব্যাগটি নিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন। সেই ফটোটিকেই এডিট করে বাংলাদেশি হিন্দুদের নিয়ে লিখে ভাইরাল করা হয়েছে। কারণ পরদিনই প্রিয়ঙ্কা বাংলাদেশি হিন্দুদের সমর্থনে লেখা একটি ঝোলা কাঁধে ঢুকেছিলেন দলীয় প্রতিবাদসভায়।
সূত্র: দ্য ওয়াল