ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলের চিমনিতে সাদা ধোঁয়ার দেখা মিলতেই চারদিক হর্ষধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। এ যেন ক্যাথলিক খ্রিস্টানদের জন্য এক বিশেষ দিন। অবশেষে পোপ বেছে নিতে মতৈক্যে পৌঁছেছেন কার্ডিনালরা।
এর মধ্য দিয়ে পোপ ফ্রান্সিসের উত্তসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট, যিনি নাম হিসেবে বেছে নিয়েছেন পোপ লিও।
নতুন পোপ নির্বাচনের গোপন কনক্লেভে বৃহস্পতিবার ভোটের দ্বিতীয় দিনের শুরুতে কার্ডিনালরা সিদ্ধান্তে পৌঁছাতে না পারলেও চতুর্থ দফার ভোটে এ সফলতা এসেছে।
বৃহস্পতিবার নতুন ধর্মীয় নেতা নির্বাচনের খবরে উল্লাসে ফেটে পড়েন সিস্টিন চ্যাপেলের বাইরে সেন্ট পিটার্স স্কয়ারে অপেক্ষমান ক্যাথলিক খ্রিস্টানরা।
চার্চের ঘণ্টাধ্বনি আর ধর্মীয় অনুসারীদের হর্ষধ্বনিতে সেন্ট পিটার্স স্কয়ারে দেখা মেলে এক অসাধারণ চিত্রের। এমন বিরল মুহূর্তের সাক্ষী হতে দূরদূরান্ত থেকে ছুটে এসেছিলেন বহু মানুষ। তেমনি এক দম্পতির কণ্ঠে শোনা গেল, “জীবনে একবারই এমন মুহূর্তের সাক্ষী হওয়া যায়।”

রীতি অনুযায়ী, নির্বাচিত নতুন পোপকে প্রথমে নিয়ে যাওয়া হয় একটি ছোট কক্ষে, যেখানে তিনি প্রথমবারের মতো পরেন পোপের সাদা পোশাক। সেখানেই তিনি বেছে নেন নিজের নতুন পোপ পরিচয়, পোপ লিও।
সব আয়োজন শেষে একজন ঊর্ধ্বতন কার্ডিনাল ঘোষণা দেন ঐতিহাসিক সেই বাক্য—‘হাবেমাস পাপাম’, যার অর্থ, “আমাদের একজন পোপ আছেন”।
এরপরই জনতার সামনে হাজির করা হয় নতুন পোপকে, যে মুহূর্তের অপেক্ষায় ছিলেন সেন্ট পিটার্স স্কয়ারে জড়ো হওয়া হাজারো মানুষ।
এ সম্পর্কিত আরও খবর: