ঘুম ভাঙল না সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্রের’, মৃত্যু ঘোষণা

সৌদির 'ঘুমন্ত রাজপুত্র'
সৌদির 'ঘুমন্ত রাজপুত্র'

প্রায় দুই দশক ধরে কোমায় থাকা সৌদি প্রিন্স আলওয়ালিদ বিন খালিদ বিন তালাল বিন আব্দুল আজিজ আল সৌদের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে।

রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে এই দীর্ঘ সময় তিনি কাটিয়েছেন। এ কারণে তাকে বলা হতো সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র’।

খালিজ টাইমসের এক খবরে বলা হয়, শনিবার সৌদি আরবের রাজকীয় দরবার সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) মাধ্যমে প্রিন্স আলওয়ালিদের মৃত্যুর কথা ঘোষণা করে। প্রিন্সের বয়স হয়েছিল ৩৬ বছর।

লন্ডনের এক সামরিক কলেজে পড়াকালীন ২০০৫ সালে প্রিন্স আলওয়ালিদ গাড়ি দুর্ঘটনায় মাথায় মারাত্মক আঘাত পান। আঘাতজনিত কারণে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হতে থাকে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে তার মাথায় অস্ত্রোপচার করা হলেও তিনি জ্ঞান ফিরে পাননি। এর পর থেকে কিং আব্দুলআজিজ মেডিকেল সিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

দুই দশকের মধ্যে মাঝে একবার অল্প সময়ের জন্য কিছুটা নড়াচড়ার লক্ষণ দেখা দিলে স্বজনদের মধ্যে আশার সঞ্চার হয়।

এই পুরো সময়জুড়ে প্রিন্স খালেদ বিন তালাল বিন আব্দুল আজিজ তার সন্তানের লাইফ সাপোর্ট খুলে ফেলার দৃঢ় বিরোধিতা করে বলে এসেছেন, “জীবন-মৃত্যু আল্লাহর হাতে।”

শনিবার সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে এক পোস্টে প্রিন্স খালেদ তার ছেলের মৃত্যুর কথা নিশ্চিত করেন। রোববার আসরের নামাজের পর রিয়াদের তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে প্রিন্স আলওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও খবর:

আরও পড়ুন