থাইল্যান্ডে ব্যাংককে বিপণীবিতানে নির্বিচার গুলি চালিয়ে অন্তত পাঁচজনকে হত্যা করা হয়েছে। হত্যাকারী নিজেও নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেছে।
ব্যাংককের মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর ডেপুটি কমিশনার চারিন গোপাত্তা সোমবার রয়টার্সের কাছে ঘটনা নিশ্চিত করেছেন।
পরে থাইল্যান্ড পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বন্দুকধারীর পরিচয় শনাক্ত করতে ও ঘটনার উদ্দেশ্য জানতে তারা তদন্ত করছে।
বন্দুকধারীর গুলিতে নিহত পাঁচজন মার্কেটটির নিরাপত্তারক্ষী বলে বিবৃতিতে বলা হয়েছে।
মার্কেটটি যে এলাকায় অবস্থিত ব্যাংককের সেই ব্যাং সু এলাকা থেকে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গুলির এই ঘটনায় কোনো পর্যটক নিহত বা আহত হননি। মূলত কৃষি থেকে উৎপাদিত পণ্য বিক্রির জন্য পরিচিত ওই মার্কেটটি।
দক্ষিণপূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি থাইল্যান্ডে পর্যটন অন্যতম অর্থনৈতিক চালক।
পুলিশের শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা গেছে, সাদা ক্যাপ পরা ও পিঠে ব্যাগপ্যাক ঝুলিয়ে এক সন্দেহভাজন মার্কেটটির গাড়ি পার্কিং এলাকা দিয়ে হেঁটে যাচ্ছেন।
এর আগেও ২০২৩ সালে অক্টোবরে ব্যাংককের কেন্দ্রস্থলে বিলাসবহুল একটি বিপণীবিতানে নির্বিচারে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। ১৪ বছরের এক সন্দেহভাজন কিশোরের গুলিতে সেসময় দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছিলেন।
এর এক বছর আগে সাবেক একজন পুলিশ কর্মকর্তা থাইল্যান্ডের পূর্বাঞ্চলে শিশুদের এক নার্সারিতে বন্দুক ও ছুরি হামলা চালিয়ে ২২ শিশুসহ ৩৬ জনকে হত্যা করেছিল।