ভারতের কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজন তিন ব্যক্তির স্কেচ প্রকাশ করেছে নিরাপত্তা সংস্থাগুলো।
তারা তিনজনই পাকিস্তানি নাগরিক বলে জানিয়েছে তারা। ওই তিন ব্যক্তি হলেন আসিফ ফুজি, সুলেমান শাহ ও আবু তালহা।
হামলার সময় তিনজন কোড নাম হিসেবে ব্যবহার করেছেন মুসা, ইউনুস ও আসিফ। এর আগে কাশ্মীরের পুনচে হামলার সঙ্গেও তারা জড়িত ছিলেন বলে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।
হামলায় বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীদের সহায়তা নিয়ে তিনজনের স্কেচ তৈরি করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। পেনসিলে আঁকা সাদা–কালো রঙের স্কেচে তিনজন তরুণকে দেখা গেছে এবং তাদের দাড়ি রয়েছে।
মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগামে এ হামলা হয়। অস্ত্রধারীরা জঙ্গল থেকে বের হয়ে পর্যটকদের ওপর গুলি চালাতে থাকেন। হামলায় ঠিক কতজন নিহত হয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে নিরাপত্তা বাহিনীর সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, নিহত ব্যক্তির সংখ্যা অন্তত ২৬।
পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন লস্কর–ই–তৈয়েবার সহযোগী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) মঙ্গলবার বিকেলের হামলার দায় স্বীকার করেছে।