বাংলাদেশে উন্নয়ন সহায়তা বন্ধ করার ঘোষণা সুইজারল্যান্ডের

Swiss (1)

বাংলাদেশের উন্নয়ন কর্মসূচিতে সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড সরকার।

এর ফলশ্রুতিতে উন্নয়ন সহযোগিতার আওতায় বাংলাদেশে চলমান সুইজারল্যান্ডের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি সীমিত হয়ে আসবে বা বন্ধ হয়ে যেতে পারে।

বুধবার এ খবর জানায় দেশটির সংবাদমাধ্যম সুইস ইনফো, যার মাত্র চারদিন আগে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে দেশে ফেরেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বৈদেশিক সহায়তার জন্য সুইস সরকারের দেওয়া বাজেট সংসদে অনুমোদন না হওয়ায় দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয় ওই প্রতিবেদনে।

সুইজারল্যান্ড সরকার এক বিবৃতিতে জানিয়েছে, পার্লামেন্ট ২০২৫ সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ১১ কোটি সুইস ফ্রাঁ  বা ১২ কোটি ১০ লাখ মার্কিন ডলার কাটছাঁট করেছে।

২০২৬ থেকে ২০২৮ সাল নাগাদ আর্থিক পরিকল্পনা থেকে ৩২ কোটি ১০ লাখ সুইস ফ্রাঁ কাটছাঁট করা হয়েছে।

এতে সুইস সরকারের দ্বিপক্ষীয়, অর্থনৈতিক ও বিষয়ভিত্তিক সহযোগিতার পাশাপাশি বহুপক্ষীয় সংস্থার কর্মসূচির ওপর প্রভাব পড়বে।

এছাড়া ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত বিভিন্ন দেশের কর্মসূচি ও সংস্থাসমূহে তহবিল সরবরাহের ক্ষেত্রেও বড় ধরনের কাটছাঁট করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

উন্নয়ন সহায়তা বাজেটে কাটছাঁটের ফলে আলবেনিয়া ও জাম্বিয়ায়ও উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ বন্ধ করে দেবে সুইজারল্যান্ড। 

এর ক’দিন আগেই বাংলাদেশে সব ধরনের মার্কিন সহায়তা বন্ধ হয়ে যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশের প্রেক্ষিতে।

যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক সহায়তা সংক্রান্ত ওয়েবসাইটের তথ্য বলছে, ২০১৮ সাল থেকে বাংলাদেশকে প্রতিবছর দেয়া সহায়তার পরিমাণ ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ডলারের কাছাকাছি।

এর আগের বছরগুলোতে আড়াইশো থেকে তিনশ মিলিয়ন ডলারের মার্কিন সহায়তা পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ ২০২৪ সালে এই সংখ্যাটা প্রায় ৪৯০ মিলিয়ন ডলার।

আরও পড়ুন