জার্মানিতে উৎসবে ছুরিকাঘাত
জার্মানির জোলিঙ্গেন শহরে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিনজন নিহতের ঘটনায় মূল সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হার্বার্ট রিউল শনিবার রাতে দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম এআরডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। রিউল বলেন, ‘সারা দিন আমরা যে ব্যক্তিকে খুঁজছিলাম অবশেষে তাকে হেফাজতে নেওয়া হয়েছে।’ শুক্রবার জার্মানির জোলিঙ্গেন […]