কাশ্মীরে জঙ্গি হামলা: মোদীর জবাবদিহিতা চান ওয়াইসি

সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি।
সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি।

ভারতের কাশ্মীরের ভয়াবহ সন্ত্রাসী হামলাকে ‘গোয়েন্দা ব্যর্থতার’ ফলাফল বলে অভিহিত করেছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি।

এই হামলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের প্রতি জবাবদিহিতা চাওয়ার আহ্বান জানিয়েছেন লোকসভার এই সদস্য।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ওয়াইসি বলেছেন, নিরীহ পর্যটকদের ওপর নির্মম এই সন্ত্রাসী হামলা পুলওয়ামা ও উরি হামলার চেয়েও বেশি বেদনাদায়ক এবং নিন্দনীয়।

হায়দ্রাবাদে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এআইএমআইএম প্রধান বলেন, “সন্ত্রাসীরা পেহেলগামে নির্দোষ মানুষকে নির্বিচারে হত্যা করেছে, তাদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করে হত্যা করেছে। এটি একটি বেদনাদায়ক ঘটনা এবং গণহত্যা। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা আশা করি সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।”

ওয়াইসি বলেন, “জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে কেন্দ্র যে প্রতিরোধের নীতি গ্রহণ করেছে তা কার্যকর কিনা সেটি সরকারকে মূল্যায়ন করতে হবে। এটি একটি গোয়েন্দা ব্যর্থতা। সরকারকে তার প্রতিরোধ নীতি সফল কিনা তা বিশ্লেষণ করতে হবে। জবাবদিহিতা নির্ধারণ করতে হবে।”

ওয়াইসি এই ধরনের সহিংসতার মাধ্যমে কাশ্মীরের পর্যটনশিল্পের ক্ষতি করার প্রচেষ্টা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

আরও পড়ুন