মাস কয়েক আগে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে শাসানোর পর এবার সাংবাদিকদের প্রতি হুমকি দাগলেন মুহাম্মদ ইউনূসের ‘আশীর্বাদপুষ্ট’ এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ।
রাজশাহীতে রোববার এক পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সমালোচনা করেন।
নির্বাচন কমিশনে নিবন্ধনের অপেক্ষায় থাকা দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, “খুনি হাসিনার পক্ষে বসুন্ধরার মিডিয়া যে ভূমিকা পালন করেছে, আমরা তা ভুলে যাইনি। বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবারও নগ্নভাবে অপরাধের বৈধতা দিতে মাঠে নেমেছেন।”
অভিযোগ রয়েছে আত্মপ্রকাশ অনুষ্ঠান সফল করতে এই বসুন্ধরা গ্রুপসহ দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়েছিল তরুণদের দল।
অবশ্য এ বিষয়ে নিশ্চিত তথ্য মেলেনি; কোনো পক্ষই সেসময় বিষয়টি স্বীকারও করেনি।
এর আগেও হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে সাংবাদিকদের হুমকি-ধমকি, এমনকি একটি বেসরকারি টেলিভিশন স্টেশনে ঢুকে ওই প্রতিষ্ঠানের কর্ণধারের হাতে সাংবাদিকদের ছাঁটাইয়ের একটি তালিকা ধরিয়ে দিয়েছিলেন।
এ নিয়ে তোলপাড় শুরু হলে সেসময় ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ককে।
এছাড়া মার্চ মাসে হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনী আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে চাইছে বলে অভিযোগ তুলে আক্রমণাত্মক ভাষায় বেশ কিছু পোষ্ট দিয়েছিলেন।
তিনি সেনাবাহিনীকে উদ্দেশ করে বলেছিলেন, তারা আরেকটি এক-এগারো ঘটানোর ষড়যন্ত্র করছেন। জনগণ তা কখনো বরদাশত করবে না।
রোববারের পদযাত্রা কর্মসূচিতে দেওয়া বক্তব্যে হাসনাত আরও বলেন, “বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবারও নগ্নভাবে অপরাধের বৈধতা দিতে মাঠে নেমেছেন। তারা আরেকটি এক-এগারো ঘটানোর ষড়যন্ত্র করছেন। জনগণ তা কখনো বরদাশত করবে না।”
ভোটাধিকার ও ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে জুলাই আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ সম্পর্কিত আরও খবর:
অভ্যুত্থানকারীরা সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়াচ্ছে, পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে?