ওয়াল্টজকে সরিয়ে দিলেন ট্রাম্প, রুবিওকে আপৎকালীন দায়িত্ব

সদ্য সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াল্টজ।
সদ্য সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াল্টজ।

আলোচিত মাইক ওয়াল্টজকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে আপাতত সেই দায়িত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ওয়াশিংটনের চাবি হাতে পাওয়ার পর নিজের ছত্রছায়ায় থাকা কাউকে এবারই প্রথম, যাকে সরিয়ে দেওয়া হলো।

আশার বিষয়, ওয়াল্টজকে একেবারে বিদায় করে দেননি ট্রাম্প, বরং তাকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার ঘোষণা এসেছে।

বৃহস্পতিবার ট্রুথ সোশালে এক পোস্টে ট্রাম্প বলেছেন, “যুদ্ধক্ষেত্রে সামরিক পোশাকে, কংগ্রেসে এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তিনি আমাদের দেশের স্বার্থকে সবসময় অগ্রাধিকার দিয়েছেন। আমি নিশ্চিত, নতুন দায়িত্বেও তিনি একই রকম নিষ্ঠা দেখাবেন।”

হোয়াইট হাউজ সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো আগেই ওয়াল্টজের বিদায় ঘণ্টা বেজে যাওয়ার খবর দিয়েছিল।

রয়টার্স লিখেছে, তার জায়গায় রুবিওর দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে প্রায় পাঁচ দশক পর যুক্তরাষ্ট্রে কেউ একইসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ পেল।

এর আগে ১৯৭০-এর দশকে হেনরি কিসিঞ্জার একাই ওই দুই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন।

আরও পড়ুন