হোয়াইট হাউসের মসনদের চাবি দ্বিতীয়বারের মতো পাওয়ার আগেই ইঙ্গিত দিয়েছিলেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান চান ডোনাল্ড ট্রাম্প। সেই ইঙ্গিতের প্রতিফলন ঘটালেন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে ইউক্রেনের হামলাকে কেন্দ্র করে। সাফ জানিয়ে দিলেন, এমনটি তিনি সমর্থন করেন না।
টাইম ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘যা ঘটছে, তা রীতিমতো পাগলামো।’
টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার ম্যাগাজিনটিতে ট্রাম্পের ওই সাক্ষাৎকার প্রকাশিত হয়।
ট্রাম্প বলেন, ‘এটা রীতিমতো পাগলামো। রাশিয়ার এতো গভীরে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে আমার আপত্তি আছে। ওটা শুধু এই যুদ্ধে উত্তেজনা বাড়াচ্ছে এবং পরিস্থিতিকে খারাপ করে ফেলছে। এটা চলতে দেওয়া ঠিক হবে না।’
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের পর বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে বারবার এ অনুমোদন চাইলেও এতদিন তা দেওয়া হয়নি।
নির্বাচনে ডেমোক্রেটরা ট্রাম্পের কাছে ধরাশায়ী হওয়ার পর ‘নড়েচড়ে বসে’ বাইডেন প্রশাসন, অনুমোদন দেওয়ার পক্ষে যুক্তি দেয় নতুন করে।
এ যাত্রায় হোয়াইট হাউসের ভাষ্য, যেহেতু উত্তর কোরিয়ার ১৫ হাজার সেনাকে যুদ্ধ করতে ইউক্রেনে পাঠানো হয়েছে সেহেতু তাদের চুপ করে বসে থাকা উচিত হবে না।
বিবিসি ও রয়টার্স অবলম্বনে