আট দিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ডুবল সাগরে

আট দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান ডুবে গেছে লোহিত সাগরে। ছবি : রয়টার্স
আট দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান ডুবে গেছে লোহিত সাগরে। ছবি : রয়টার্স

মাত্র আট দিনের ব্যবধানে লোহিত সাগরে পড়ে ডুবে গেছে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান। সর্বশেষ মঙ্গলবার একটি এফ/এ-১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমান ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরী থেকে সাগড়ে পড়ে ডুবে যায় বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক কর্মকর্তা জানান, সুপার হর্নেট যুদ্ধবিমানটি রণতরীর ফ্লাইট ডেকে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রণতরীর বাইরে চলে যায়।

তবে বিমানের ভেতরে থাকা দুজন ক্রু সদস্য নিরাপদেই বেরিয়ে আসতে সক্ষম হন জানিয়ে ওই কর্মকর্তা বলেন, “উভয় বৈমানিক নিরাপদে বেরিয়ে আসেন এবং হেলিকপ্টার সি কমব্যাট স্কোয়াড্রন (এইচএসসি) ১১-এর একটি হেলিকপ্টার তাদের উদ্ধার করে।”

আট দিনের ব্যবধানে সাগরে তলিয়ে যাওয়া দুটি যুদ্ধবিমানের প্রতিটির দাম প্রায় ৬৭ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮০০ কোটি টাকার বেশি। অর্থাৎ দুই যুদ্ধজাহাজ মিলিয়ে আট দিনে যুক্তরাষ্ট্রের আর্থিক ক্ষতির পরিমাণ ১৬শ কোটি টাকার বেশি।

এর আগে গত সোমবার একই সাগরে আরেকটি সুপার হর্নেট একই ধরনের ঘটনায় ডুবে গিয়েছিল। মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, হ্যাঙ্গার বে-তে টেনে নিয়ে যাওয়ার সময় মুভ ক্রু বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। ওই ঘটনায় একজন নাবিক সামান্য আহত হন এবং বিমানটিকে টেনে নিয়ে যাওয়া একটি ট্র্যাক্টরও পানিতে পড়ে যায়।

মঙ্গলবারের দ্বিতীয় ঘটনার বিষয়ে কর্মকর্তারা জানান,  অবতরণের সময় জেটের গতি কমাতে ব্যর্থতার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনাটি এখনও তদন্তাধীন এবং বিমানটি এখনও উদ্ধার করা যায়নি।

তবে কয়েকজন মার্কিন কর্মকর্তা সিবিএসকে জানিয়েছেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সময় বিমানবাহী রণতরীটি দ্রুত মোড় নেওয়ার কারণে জেটটি ছিটকে পড়ে থাকতে পারে।

মঙ্গলবার যুদ্ধবিমানটি সাগরে পড়ে ডুবে যাওয়ার কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, যদি ইরান-সমর্থিত হুতিরা লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হামলা বন্ধ করে, তবে যুক্তরাষ্ট্র তাদের ওপর হামলা বন্ধ করবে।

এর আগে গত বছরের ডিসেম্বরে বিমানবাহী আরেক মার্কিন রণতরী ইউএসএস গেটিসবার্গও এটি যুদ্ধবিমান হারায়। সেবার অবশ্য যুদ্ধজাহাজ পানিতে পড়েনি, ভুল করে রণতরী থেকে ছোড়া গুলিতে ভূপাতিত হয়েছিল এফ/এ-১৮ যুদ্ধবিমানটি। তবে সেই ঘটনায় উভয় ক্রু সদস্য বেঁচে গিয়েছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ

ads