সেই বিজ্রেন্দ্র গুপ্তা ১০ বছর পর ফিরলেন স্পিকার হয়ে

দিল্লি বিধান সভার নতুন স্পিকার বিজেন্দ্র গুপ্তা।
দিল্লি বিধান সভার নতুন স্পিকার বিজেন্দ্র গুপ্তা।

দিল্লিতে তখন ছিল না বিজেপি জমানা। কংগ্রেসের আধিপত্য শেষে ক্ষমতায় আম আদমি পার্টি। ভারতের রাজধানীতে তখন বিজেপির মাত্র তিনজন বিধায়ক। বিজেন্দ্র গুপ্তা ছিলেন তাদের মধ্যে একজন।

সেই সময়ে বিরোধী দলনেতা ছিলেন বিজেন্দ্র গুপ্তা। ২০১৫ সালে দিল্লি বিধানসভা থেকে একপ্রকার টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয়েছিল। ঠিক ১০ বছর পর, দিল্লি বিধানসভাতেই স্পিকার হয়ে ফিরলেন তিনি।

২০ ফেব্রুয়ারি দিল্লির স্পিকার হিসেবে তার নাম সামনে আসতেই মুহূর্তে উঠে আসে ১০ বছর আগের ঘটনা। আলোচনা মূলত বিজেন্দ্রর এই প্রত্যাবর্তন ঘিরে। ঠিক যেখান থেকে এক সময়ে স্পিকার বিজেন্দ্র গুপ্তাকে বের করে দেওয়া হয়েছিল, সেই বিধানসভায় স্পিকার হয়ে ফিরলেন তিনি।

ঠিক কী ঘটেছিল ২০১৫ সালে দিল্লি বিধানসভায়?

৭০ আসনের দিল্লি বিধানসভায় সেবার আম আদমি পার্টি জিতেছিল ৬৭ আসন। ২০১৫ সালের ৩০ নভেম্বর, দিল্লি বিধানসভায় আপ নেত্রীকে উদ্দেশ্য করে কটূক্তি করার অভিযোগ নিয়ে শুরু হয় বিতর্ক। আপনেত্রী অলকা লাম্বাকে কটূক্তি করার অভিযোগ ওঠে বিজেপি বিধায়ক ওপি শর্মার বিরুদ্ধে। সেই নিয়ে বির্তকে আপ ও বিরোধী বিজেপি বিধায়কদের মধ্যে প্রায় হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।

ওই হাতাহাতির ঘটনার ইন্ধন দেওয়ার অভিযোগ ওঠে বিজেন্দ্রর বিরুদ্ধেই। তাকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন তৎকালীন স্পিকার রামনিবাস গোয়েল। কিন্তু স্পিকারের কোনও কথাই কানে তোলেননি তিনি।

নির্দেশ অমান্য করায় স্পিকার মার্শাল ডেকে বিজেপি দলনেতাকে বের করে দেওয়ার নির্দেশ দেন। মার্শালরা রীতিমতো টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে বিধানসভা কক্ষের বাইরে ছুঁড়ে ফেলে দেন তাকে।

ঠিক দশ বছর পর, বিজেপি দিল্লিতে ক্ষমতায় ফিরতেই, বিজেন্দ্রর গুপ্তাকে বসালেন স্পিকার পদে।

তিনি পদের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন দলকে। জানিয়েছেন, বিধানসভায় সুস্থ আলোচনার পরিবেশ বজায় রাখবেন তিনি।

আরও পড়ুন