জঙ্গিদের কোমর ভাঙব, মোদীর হুঁশিয়ারি

modi-2

জঙ্গিদের কল্পনাতীত শাস্তি দেওয়ার হুঁশিয়ার দেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “ভারত অবশ্যই প্রত্যেক সন্ত্রাসবাদীকে খুঁজে বার করবে, চিহ্নিত করবে এবং তাদের শাস্তি দেবে। শাস্তি দেবে তাদের মদতদাতাদেরও।”

মোদী বলেন, “যে সমস্ত সন্ত্রাসবাদী এই হামলা ঘটিয়েছে এবং যারা এই হামলার ষড়যন্ত্র করেছে, তারা এমন শাস্তি পাবে, যা তাদের কল্পনারও অতীত।”

বিহারের সরকারি মঞ্চ থেকে মোদী বলেন, “১৪০ কোটি ভারতীয়ের ইচ্ছাশক্তি সন্ত্রাসবাদীদের কোমর ভাঙবে।”

কাশ্মীরে জঙ্গি হামলাকে ভারতের আত্মার উপর হামলা বলে অভিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বলেন, “হামলা কেবল নিরীহ পর্যটকদের উপরেই করা হয়নি। দেশের শত্রুরা ভারতের আত্মার উপর হামলা করার দুঃসাহস দেখিয়েছে।”

বৃহস্পতিবার ভারতের বিহারে এক জনসভায় এসব হুঁশিয়ারি দেন নরেন্দ্র মোদী।

এর আগে নিহতদের স্মৃতিতে ২ মিনিট নীরবতা পালন করেন তিনি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রধানমন্ত্রীর করেন মোদী। হাতজোড় করে প্রণাম করে ‘ওঁ শান্তি’ মন্ত্রপাঠ করেন তিনি। এরপরই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে চরম বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী।

মোদী বলেন, “কাশ্মীরে বেছে বেছে হিন্দু নিধন করা হয়েছে। নিরীহদের নির্মমভাবে হত্যা করেছে জঙ্গিরা।”

তিনি বলেন, “কেউ নিজের ছেলেকে হারিয়েছেন, কেউ নিজের জীবনসঙ্গীকে হারিয়েছেন, কেউ আবার নিজের ভাইকে হারিয়েছেন।”

এরপরেই মধুবনীর মঞ্চ থেকে বড় হুঁশিয়ারি দেন মোদী। বলেন, “যারা এই আমাদের উপর এই আঘাত এনেছে, তাদেরকে বলে রাখি, নিজেরা কল্পনাও করতে পারবেন না, এমন শাস্তি আমরা দেব।”

আরও পড়ুন