সরাসরি বিশ্বকাপের হাতছানি বাংলাদেশের মেয়েদের সামনে

ফাইল ছবি।
ফাইল ছবি।

দেশের মাটিতে আয়ারল‍্যান্ডের মেয়েদের হোয়াইটওয়াশড করে যে সম্ভাবনা জাগিয়েছে নিগার সুলতানার দল, সেটাকে পূর্ণতা দেওয়ার হাতছানি তাদের সামনে। সরাসরি নারী বিশ্বকাপে খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে অন্তত তিন পয়েন্ট পেতে হবে তাদের।

গুরুত্বপূর্ণ এই ওয়ানডে সিরিজের সব ম‍্যাচ হবে সেন্ট কিটসে।  

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ শুক্রবার আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের সূচি ঘোষণা করেছে। ওয়ানডের পাশাপাশি ক‍্যারিবীয়ায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে নিগার সুলতানার দল। তাদের সব ম্যাচ হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে।

১৯, ২১ ও ২৪ জানুয়ারি হবে তিনটি ওয়ানডে। পরে ২৭, ২৯ ও ৩১ হবে তিনটি টি-টোয়েন্টি। খেলা শুরুর সময় পরে জানাবে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ একবারই সফর করেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল, ২০১৮ সালে। সেবার টি-টোয়েন্টি বিশ্বকাপে জিততে পারেনি কোনো ম‍্যাচ। দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে সেখানে এটাই তাদের প্রথম সফর।

ভারতে অনুষ্ঠেয় সামনের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেতে এই সিরিজে পয়েন্টের দিক থেকে নিউ জিল‍্যান্ডের চেয়ে এগিয়ে যেতে হবে নিগারদের। নির্ধারিত ২৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ছয়ে আছে নিউ জিল‍্যান্ড। ২১ ম‍্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে বাংলাদেশ।

সিরিজের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের সরাসরি খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে আগেই। ২১ ম‍্যাচের পয়েন্ট কেবল ১৪।

ক‍্যারিবীয়ানদের বিপক্ষে একটি ম্যাচ জিতলে নিউ জিল্যান্ডের সমান পয়েন্ট হয়ে যাবে বাংলাদেশের। অন‍্য দুই ম্যাচে এক পয়েন্ট পেলেও এগিয়ে যাবে তারা, সরাসরি বিশ্বকাপে খেলার টিকেট। 

সরাসরি খেলার সুযোগ না পেলেও টিকে থাকবে বাংলাদেশের সম্ভাবনা। সেক্ষেত্রে পেরিয়ে আসতে হবে ছয় দলের বাছাইপর্ব।

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি খেলবে স্বাগতিক ভারত। এর বাইরে উইমেন’স চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।

আরও পড়ুন