এবার ‘ভিন্ন রূপে’ আসছেন জয়া

ভিন্ন রূপে জয়া আহসান!
ভিন্ন রূপে জয়া আহসান!

জয়া আহসানের নতুন সিনেমা বাংলাদেশে মুক্তি পাচ্ছে ২৭ ডিসেম্বর। সিনেমার নাম ‘নকশীকাঁথার জমিন’। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে আকরাম খান বানিয়েছেন মুক্তিযুদ্ধের সিনেমা ‘নকশীকাঁথার জমিন’। একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে এই সিনেমায়।

ফেসবুকে সিনেমার দু’টি দৃশ্যের ছবি পোস্ট করেছেন জয়া। একটি ছবিতে নিচু হয়ে আদর করছেন একটি বাছুরকে। আরেকটিতে, কাঠের যন্ত্রে কিছু একটা কোটা হচ্ছে। দুটো দৃশ্যেই একদম গ্রামের মেয়ের মতো সাজ জয়ার। নেই সাজগোজ, মেকআপ। দেখে যেন বোঝার উপায় নেই, চোখধাঁধানো গ্ল্যামারাস নায়িকা জয়া আহসান অভিনয় করছেন এমন দৃশ্যে।

‘নকশীকাঁথার জমিন’ একটি মানবিক গল্প, যা আবর্তিত হয়েছে সমাজ, সংস্কৃতি এবং সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করে। বাংলাদেশের গ্রামীণ পটভূমিতে নির্মিত সিনেমাটিতে রয়েছে অনেক স্তর। নকশীকাঁথার চিরন্তন নকশা যেমন ঐতিহ্যের গল্প বলে, তেমনই সিনেমাটিও মানুষের জীবনের নানা বাঁককে তুলে ধরেছে।

ছবি দেখেই বোঝা যাচ্ছে, জয়া আহসান এই সিনেমায় এক অসাধারণ এবং অন্যরকম চরিত্রে অভিনয় করেছেন। ছবির গল্প এবং তাঁর চরিত্রটি নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেকটাই। ইতিমধ্যে ছবির ট্রেলার এবং জয়ার অভিনয়ের ঝলক দেখে দর্শক এবং সমালোচকরা মুগ্ধ হয়েছেন। নির্মাতারা আশা করছেন, এটি শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসা পাবে।

জয়া জানান, মুক্তিযুদ্ধে সব হারানো দুই বোন রাহেলা ও সালেহার গল্প এই ছবি। যুদ্ধের সময় তাদের পরিবারের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়। নিজেদের বাড়ির মধ্যেই যুদ্ধটা যেন চলতে থাকে। যুদ্ধের পর তারা দেখতে পায় মুক্তির সংগ্রামে তাদের জীবনের সবই হারিয়ে গিয়েছে। পরে তারা নকশীকাঁথার মধ্যে তাদের জীবনের সংগ্রামের আখ্যানটা নকশায় ফুটিয়ে তুলেন।

এ বছরে মুক্তি পাওয়া জয়ার দ্বিতীয় সিনেমা এটি। এর আগে ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল ‘পেয়ারার সুবাস’।

ছবিতে জয়ার বোনের চরিত্রে ও ফারিহা শামস সেঁওতি কাজ করেছেন। দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। গুরুত্বপূর্ণ আরও দুই চরিত্রে আছেন জনপ্রিয় নাট্যকার বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহনাজ খুশির দুই সন্তান দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

আরও পড়ুন