মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নেমে বিগত আওয়ামী লীগ সরকারকে পতনে যাদের সামনের সারিতে দেখা গিয়েছিল সেই তরুণদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি।
নাহিদ ইসলামকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে সদস্যসচিব হয়েছেন আখতার হোসেন, যাদের দু’জনই ছাত্র অধিকার পরিষদের ব্যানারে ঢাকসু নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। আখতার জয়ী হতে পারলেও নির্বাচনী বৈতরণী উতরাতে পারেননি নাহিদ।
শুক্রবার জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তাদের দু’জনের নাম ঘোষণা করা হয়।
মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আহ্বায়ক ও সদস্যসচিবের নাম ঘোষণার পর দলের আংশিক অর্গ্যানোগ্রাম পড়ে শোনান আখতার হোসেন। কমিটিতে মোট ১৫১টি পদ রাখা হয়েছে।
দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছে সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব। জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে রয়েছেন তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভা৷ মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) পদে রয়েছেন হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদে রয়েছেন সারজিস আলম।
দলটিতে মুখ্য সমন্বয়ক পদে নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক পদে আবদুল হান্নান মাসউদ দায়িত্ব পালন করবেন।
এদিকে, জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের অংশ নিতে দেখা গেছে। এসেছিলেন বিভিন্ন জেলা ও ঢাকার বিভিন্ন থানা থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমর্থকেরা।
এ সম্পর্কিত আরও খবর:
আলোচনায় কিংস পার্টি, ইতিহাস কী বলে