‘বাংলাদেশ’ লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রিয়াঙ্কা গান্ধী

দুই দিনে দুই দেশের ব্যাগ নিয়ে সংসদে যান প্রিয়াঙ্কা।
দুই দিনে দুই দেশের ব্যাগ নিয়ে সংসদে যান প্রিয়াঙ্কা।

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রভাবশালী আইনপ্রণেতা প্রিয়াঙ্কা গান্ধী এবার সংসদে ঢুকলেন ‘বাংলাদেশ’ লেখা ব্যাগ নিয়ে। সেই ব্যাগে লেখা, ‘হিন্দু-খ্রিস্টান এক হও’। 

আগের দিন সোমবার ‘প্যালেস্টাইন’ লেখা ব্যাগ নিয়ে লোকসভায় যোগ দিয়ে বিজেপির তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিলো তাকে।

মঙ্গলবার কংগ্রেস নেত্রীকে দেখা যায়, বাংলাদেশ লেখা ব্যাগ নিয়ে সংসদে ঢুকছেন, যা ফের আলোচনায়। হয়েছে ভারতীয় দৈনিকের শিরোনাম।

বাংলাদেশ লেখা ব্যাগ দেখে অনুপ্রাণিত হন বিরোধী দলের সংসদ সদস্য ও নেতা-কর্মীরাও।

এদিন তারাও একই ব্যাগ কাঁধে নিয়ে পরশি দেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ জানান। 

সোমবারের ব্যাগটিতে বড় বড় অক্ষরে লেখা ‘প্যালেস্টাইন’ এর নামের নিচেই ছিল একটি তরমুজের ছবি, যাকে সংহতির প্রতীক হিসেবে বিবেচনা করে ফিলিস্তিনিরা।  

এই ব্যাগকে হাতিয়ার করেই প্রিয়াঙ্কাকে কটাক্ষ করেন বিজেপি সাংসদ গুলাম আলি খাতনা।

সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “খবরে আসার জন্য অনেকে এমন কাজ করেন। সাধারণ মানুষ প্রত্যাখ্যান করলে মানুষ এরকমই পথ অনুসরণ করে থাকেন।”

বিজেপির বক্তব্য ছিল, প্যালেস্টাইনের প্রতি সহানুভূতি দেখিয়ে মেরুকরণের রাজনীতি করছেন প্রিয়াঙ্কা। তিনি আসলে মুসলিম ভোট টানার চেষ্টা করছেন।

অবশ্য এই মন্তব্যে মাথা ঘামাননি সোনিয়াকন্যা। গত সপ্তাহেই তিনি দেখা করেন দিল্লির প্যালেস্টাইনের রাষ্ট্রদূত এলরাজেগ আবু জাজেরের সঙ্গে।

আরও পড়ুন