বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের সুরক্ষা দিতে শেখ হাসিনা পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন একজন মার্কিন আইনপ্রণেতা।
মঙ্গলবার মার্কিন কংগ্রেসম্যান ব্র্যাড শেরম্যান এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের রক্ষা করা দেশটির অন্তর্বর্তী সরকারের পরম দায়িত্ব।”
তাছাড়া সাম্প্রতিক হামলা ও হয়রানির প্রতিবাদে হাজার হাজার সংখ্যালঘুদের বিক্ষোভকে অর্থপূর্ণভাবে মোকাবেলা করারও তাগিদ দিয়েছেন বলে পিটিআই জানিয়েছে।
“বর্তমান প্রশাসনকে অবশ্যই হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা থামাতে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে,” যোগ করেন ব্র্যাড শেরম্যান।
তিনি বলেন, “বাংলাদেশ সরকারের দায়িত্ব আছে সকল নাগরিককে, বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে সহিংসতার হাত থেকে রক্ষা করা। আমি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সাম্প্রতিক হামলায় ক্ষুব্ধ এবং বাংলাদেশ সরকারকে হিন্দুবিরোধী সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি,” এক্স হ্যান্ডলে এক পোস্টে লিখেন তিনি।
গেল সপ্তাহে হিন্দু ‘ধর্মীয় গুরু’ চিন্ময় দাসের মুক্তি এবং বাংলাদেশে অবস্থানরত হিন্দুদের নিরাপত্তা ব্যবস্থার দাবিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেন শতাধিক হিন্দু ধর্মাবলম্বী।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, হিন্দু অ্যাকশনের নির্বাহী পরিচালক উৎসব চক্রবর্তী বিদায়ী বাইডেন-হ্যারিস প্রশাসনের প্রতি বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন থামাতে এবং কট্টরপন্থী ইসলামপন্থীদের প্রতিরোধ করার সম্ভাব্য সকল পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন।
“আমরা বাংলাদেশ থেকে খবর পাচ্ছি, অন্তর্বর্তী সরকারের হাতে কারারুদ্ধ চিন্ময় দাসের জীবন গুরুতর হুমকির সম্মুখীন,” বলেন তিনি।