চট্টগ্রামের পর ঢাকা দক্ষিণ পেল বিএনপি’র মেয়র

ইশরাক হোসেন। ফাইল ফটো।
ইশরাক হোসেন। ফাইল ফটো।

চট্টগ্রামের পর এবার ঢাকা দক্ষিণেও বিএনপির প্রার্থীকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছে আদালত।

২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে অনুষ্ঠিত ওই নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।

একইসঙ্গে ওই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করে সরকারের জারি করা গেজেটও বাতিল করা হয়েছে। 

আদালতের সেরেস্তাদার শফিকুল ইসলাম জানিয়েছেন, রায় ঘোষণার সময় ইশরাক হোসেন নিজেও আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে গতবছরের ১ অক্টোবর এক আদেশে ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের পরাজিত প্রার্থী শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেয় আদালত, যিনি বিএনপি প্রার্থী ছিলেন।

ইশরাক হোসেনের আইনজীবী রফিকুল ইসলাম জানিয়েছেন, ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জালিয়াতির অসংখ্য অভিযোগ থাকার পরও নির্বাচন কমিশন শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করে। পরে নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে ২০২০ সালের ৩ মার্চ ইশরাক হোসেন বাদী হয়ে মামলা করেন।

আদালত পূর্ণাঙ্গ শুনানি নিয়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করেছেন বলে জানান তিনি।

মামলায় ইশরাক অভিযোগ করেন, ২০২০ সালের ১ ফেব্রুয়ারির ওই নির্বাচনে তার নির্বাচনী কর্মী, এজেন্টদের মারধর করা হয়েছে। এ নিয়ে তখন গণমাধ্যমে প্রতিবেদনেও প্রকাশিত হয়েছিল। লিখিত অভিযোগ দেওয়া হলেও সেগুলো আমলে নেওয়া হয়নি।

আরও পড়ুন

সর্বশেষ

ads