বিসিএসের নিয়োগ তালিকায় ফের কাটছাঁট, বাদ ১৬৮

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

সরকার পরিবর্তনের পর নিয়োগের জন্য সুপারিশ পাওয়া ১৬৮ জন প্রার্থীকে বাদ দিয়ে ৪৩তম বিসিএসের নতুন প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববারের প্রজ্ঞাপন অনুযায়ী, ১ হাজার ৮৯৬ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হচ্ছে।

১৫ জানুয়ারির মধ্যে তাদেরকে যোগ দিতে বলা হয়েছে।

এর আগে ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসের নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়, যেখানে ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছিল।

বাদ পড়াদের মধ্যে প্রশাসন ক্যাডারে বাদ পড়েছেন ২৬ জন, পররাষ্ট্র ক্যাডারে তিনজন এবং পুলিশে ৮ জন বাদ পড়েছেন।

৪৩তম বিসিএস থেকে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য গত বছরের ২৬ ডিসেম্বর সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন।

সুপারিশের দীর্ঘ ১০ মাস পর ১৫ অক্টোবর যে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল সেখানে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিলেন ৯৯ জন।

এর আগে ৪১তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়েন ৬৭ জন, ৪০তম বিসিএস থেকে ৩৪ জন, ৩৭তম বিসিএস থেকে ৬১ জন, ৩৮তম থেকে ৭৫ জন এবং ৩৬তম থেকে ৩৮ জন বাদ পড়েছিলেন।

এদিকে ৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এক হাজার ৮৬০ জনকে মৌখিক পরীক্ষার জন্য ডেকেছে পিএসসি।

পিএসসির পরীক্ষা শাখার পরিচালক (ক্যাডার) মো. নেয়ামত উল্যাহ জানিয়েছেন, যারা লিখিত পরীক্ষায় নির্বাচিত হয়েছিলেন তাদের মধ্যে ১ হাজার ৮৬০ জন প্রার্থীর ভাইভার সূচি কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

মৌখিক পরীক্ষার সময়সূচি কমিশনের (www.bpsc.gov.bd) ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

প্রথম ধাপে এই বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জনের মধ্যে কারিগরি ও পেশগত ক্যাডারের ৫৪৪ জন প্রার্থীর ভাইভা ২২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

আর দ্বিতীয় ধাপে উত্তীর্ণ ৫ হাজার ৮৬২ জনের ১ হাজার ৮৬০ প্রার্থীর মৌখিক পরীক্ষা ৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

আরও পড়ুন