শেখ হাসিনার বাংলাদেশে ফেরার খবরে সয়লাব ভারতের মিডিয়া

hasina-news-in-indian-media-130225

শেখ হাসিনা অচিরেই প্রধানমন্ত্রীর পদ নিয়েই বাংলাদেশে ফিরছেন- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে এমন একটি এক্স পোস্ট সোশাল মিডিয়ায় বেশ ছড়াচ্ছে। পোস্টটি করা হয়েছে ‘Donald J. Trump 🇺🇸 Update’ নামের একটি একাউন্ট থেকে।

তবে ট্রাম্পের অফিসিয়াল এক্স একাউন্ট যেহেতু এটি নয়, তাই ব্লু টিক থাকলেও সন্দেহ থেকেই যায়। এই একাউন্ট থেকে আগেও বেশ কিছু বিভ্রান্তিকর পোস্ট এসেছিল। আর ব্লু টিক তো কেনার বন্দোবস্ত করেই দিয়েছেন এক্স এর মালিক ইলন মাস্ক।

তাই সংশয় কাটাতে যদি আপনি শেখ হাসিনার বাংলাদেশে সম্ভাব্য খবরটির সত্যতা জানতে গুগল সার্চ করেন, তাহলে মুহূর্তেই দেখবেন অনেক খবর। এই খবরগুলোর সবই ভারতের সংবাদ মাধ্যমের। সেখানে খ্যাতনামা-অনামা সবার সংবাদই রয়েছে। এনডিটিভি, হিন্দুস্থান টাইমস, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, ইকোনমিক টাইমস সবাই দিয়েছে এই খবর। শেখ হাসিনার ফেরার সুযোগ কতটা, তেমন একটি এক্সপ্লেইনারও বানিয়ে ফেলেছে ফার্স্টপোস্ট।

এই সংবাদের উৎস কী? খুঁজতে গেলে মিলবে ভারতের বার্তা সংস্থা এএনআই। সূত্র কী? তার উত্তর খুঁজলে পাওয়া যাবে ড. রাব্বী আলম নামে এক ব্যক্তি। তাকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ সেনা্বাহিনীতে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার খবর দিয়েছিল ইকোনমিক টাইমস ও ইন্ডিয়া টুডে। সেই খবর নাকচ করে প্রতিবাদ পাঠিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী।

তারপর বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ফেইসবুক পাতায় ভারতের সংবাদমাধ্যমে ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট দেওয়া হয়। আর এদিনই ভারতের মিডিয়া ছেয়ে গেছে রাব্বী আলমের বরাতে শেখ হাসিনার দেশে ফেরার খবরে।

রাব্বী আলম এএনরআইকে বলেছেন, “শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরতে যাচ্ছেন। তরুণ প্রজন্ম একটি ভুল করেছে। তবে এটা তাদের দোষ নয়, তাদের ব্যবহার করা হয়েছিল।”

গত বছর কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অভ্যুত্থানে রূপ নেওয়ার পর ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তিনি এখনও সেখানেই রয়েছেন। তার তিন দিন পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। প্যারিস থেকে এসে সেই সরকারের দায়িত্ব নেন ইউনূস।

রাব্বী আলম প্রধান উপদেষ্টা ইউনূসকে তল্পিতল্পা গুটিয়ে ফ্রান্সে চলে যাওয়ার পরামর্শও দিয়েছেন।

তিনি বলেছেন, “প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি পদত্যাগ করে যেখান থেকে এসেছেন, সেখানে ফিরে যান।”

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এই নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বলে ধন্যবাদ দেন যে তিনি শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের তার দেশে আশ্রয় দিয়েছেন এবং এখন শেখ হাসিনাকে নিরাপদে বাংলাদেশে ফেরার পথ তৈরি করে দিয়েছেন।

রাব্বী আলমের পরিচয় দেওয়া হয়েছে, তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট। তবে তিনি এএনআইর সঙ্গে কথা বলেছেন ভারতের কলকাতায় বসে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা রাব্বী আলম।

রাব্বী আলমের ফেইসবুক পাতায় কোনো একটি ফ্লাইটে থাকা অবস্থায় তার একটি ছবি পাওয়া যাচ্ছে। মঙ্গলবার উল্টোভাবে পোস্ট করা সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, দিল্লি যাচ্ছেন তিনি, দেখা হবে সবার সঙ্গে।

ওই ফেইসবুক পেইজে তাকে উদ্ধৃত করে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন পোস্ট করা রয়েছে।

ফেইসবুক পেইজের তথ্য অনুযায়ী, রাব্বী আলম বাংলাদেশের খুলনার বাসিন্দা, তিনি থাকেন যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ডেট্রয়টে। তিনি পড়াশোনার করেছেন ওয়েস্টার্ন মিশিগান ইউনিভার্সিটি থেকে আইনে। আবার ইউনিভার্সিটি অব মিশিগানে আরবিও পড়েছেন তিনি।

যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রাইভেট সৈনিক হিসাবে ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ করেছেন বলেও দাবি করছেন রাব্বী আলম। তিনি আরও বলছেন, ২০০৮ সালে বারাক ওবামার প্রেসিডেন্ট নির্বাচনের সময় তার ‘স্যাটেলাইট ক্যাম্পেইন ম্যানেজার’ ছিলেন তিনি।

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ অভিযান চালিয়ে ভণ্ডুল করে দেওয়ার ঘটনায় গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা হয়েছে, তাতে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরদিনই তার দেশে ফেরার খবর নিয়ে মাতামাতি উঠল।

শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে এরই মধ্যে ভারত সরকতারকে চিঠি দিয়েছে ইউনূস সরকার। ভারত সেই চিঠি গ্রহণ করলেও এখনও হ্যাঁ/না কিছুই বলেনি। তবে শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে ফেরত পাঠানোর কোনো ইচ্ছা নয়া দিল্লির নেই বলেই কূটনীতিকরা মনে করছেন।

এদিকে হাসিনা পতন আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছেন, তাদের মধ্যে কেউ এখন অন্তর্বর্তী সরকারে রয়েছেন, কেউ নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। তারা ঘোষণা দিয়ে রেখেছেন, শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার কোনো সুযোগ তারা দেবেন না।

আরও পড়ুন

সর্বশেষ

ads