কুয়েত প্রবাসীদের জন্য সচল হয়েছে এনআইডি সেবা

kuwait-embassy

কেন্দ্রীয় সার্ভারে ত্রুটির কারণে কুয়েতে বন্ধ থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা পুনরায় চালু হয়েছে।  রবিবার কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জানানো যাচ্ছে যে, কেন্দ্রীয় সার্ভারের কারিগরি ত্রুটির কারণে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে বন্ধ থাকা জাতীয় পরিচয়পত্র প্রদান সংক্রান্ত সেবা কার্যক্রম পুনরায় সচল হয়েছে।

বর্তমানে স্বাভাবিক নিয়মে সেবা প্রদান কার্যক্রম চলমান রয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আকামা নবায়নে ই-পাসপোর্টের  আবেদনে অগ্রাধিকার

একই দিন দূতাবাসের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েত প্রবাসী যেসব বাংলাদেশি নাগরিকের আকামা নবায়ন করার স্বার্থে জরুরি ভিত্তিতে নতুন ই-পাসপোর্ট প্রয়োজন, কিন্তু ই-পাসেপার্ট আবেদন জমা দেওয়ার তারিখ (Appointment date) অনেক পরে পাচ্ছেন, তাদের ই-পাসপোর্ট আবেদন অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে।

এক্ষেত্রে আবেদনকারীকে দূতাবাসের ২ নম্বর ভবনের একতলায় অবস্থিত ১০ নম্বর কক্ষে কাউন্সেলরের (পাসপোর্ট ও ভিসা) সঙ্গে সাক্ষাৎ করার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন