শনিবারের পত্রিকা: অভ্যুত্থান থেকে জন্ম নিল এনসিপি

newspaper

শনিবারের খবরের কাগজগুলোর বেশিরভাগের মূল প্রতিবেদনে জায়গা করে নিয়েছে তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের খবরটি। কোনো কোনো পত্রিকায় গুরুত্বের বিচারে দ্বিতীয়তে রাখা হয়েছে রমজান মাসে খাদ্যসামগ্রি ও তেলের উচ্চমূল্য ও সংকটের সংবাদকে।

এছাড়া খবর এসেছে আওয়ামী লীগের আমলে ভোটের দায়িত্ব পালন করা পুলিশ কর্মকর্তাদের দুর্নীতির সন্ধানে দুদকের কার্যক্রম নিয়েও।

এক নজরে দেখে নেওয়া যাক শনিবার কোন সংবাদপত্রে কী শিরোনাম এসেছে।

সমকাল

সমকাল ছয় কলাম নিয়ে প্রধান প্রতিবেদন হিসাবে ছেপেছে তরুণদের নতুন দলের আত্মপ্রকাশের খবরটি। ‘অভ্যুত্থান থেকে জন্ম নিল এনসিপি’ শিরোনামের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে নতুন দলের গঠনপ্রকৃতি এবং মূলনীতি কী হবে।

এতে বলা হয়, অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আত্মপ্রকাশ করেছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণঅভ্যুত্থান থেকে জন্ম নেওয়া দলটির নেতারা ঘোষণা করেছেন, তারা অন্য কোনো দেশ নয়, তারা হবেন বাংলাদেশপন্থি। তাদের লক্ষ্য ‘সেকেন্ড রিপাবলিক’ তথা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা। আর তা পূরণে নতুন সংবিধান প্রণয়নে সংসদের আগে গণপরিষদ নির্বাচন চান জুলাই গণঅভ্যুত্থানের নায়করা। 

মূল প্রতিবেদনের পাশাপাশি পার্শ্ব প্রতিবেদন হিসাবে ‘ডান বাম শিবির কওমি সবাইকে নিয়েই কমিটি’ শিরোনামের একটি খবর ছাপা হয়েছে। এতে বলা হয়, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৭১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জুলাই আন্দোলনের নেতাদের মধ্যে ১০ জন এ দলের শীর্ষ পদে আছেন।

কমিটি বিশ্লেষণ করে সমকাল দেখতে পেয়েছে, দলটিতে যারা জায়গা করে নিয়েছে তাদের মধ্যে মধ্য, ডান, বাম, শিবির, কওমিপন্থি এবং আদিবাসী ও ১৫ নারী স্থান পেয়েছেন।

যুগান্তর

পত্রিকাটিতে তরুণদের জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরুর প্রতিবেদনটি ছাপা হয়েছে ‘প্রথম লক্ষ্য নতুন সংবিধান’ শিরোনামে। অবশ্য পাশাপাশি আরেকটি পার্শ্ব প্রতিবেদন ‘দাবি করা হয়েছে ’শেখ হাসিনার নির্দেশেই ঢাকায় পরিকল্পিত অপরাধ’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন ছেপেছে।

এতে বলা হয়, রাজধানী ঢাকা ও আশপাশ এলাকাকে উত্তপ্ত ও অস্থিতিশীল করে তুলতে মহাপরিকল্পনা ছিল ফ্যাসিস্ট আওয়ামী ডেভিলদের। এরই অংশ হিসাবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বেপরোয়া হয়ে উঠে আওয়ামী সন্ত্রাসীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করতে পাড়া-মহল্লায় গড়ে ওঠা কিশোর গ্যাং ও টাকার বিনিময়ে মিছিলে অংশ নেওয়া টোকাইদের কাজে লাগানো হয়। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত ওই অপরাধীরা দেশি-বিদেশি অস্ত্রসহ নেমে পড়ে ডাকাতি-ছিনতাইয়ে। অপারেশন ডেভিল হান্টের মধ্যেও মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, রামপুরাসহ নগরীর বিভিন্ন এলাকায় ফিল্মি স্টাইলে চলতে থাকে ধারাবাহিক অপরাধ। মূলত ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপন নির্দেশনা পেয়ে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সক্রিয় হয়ে ওঠে। 

প্রথম আলো

প্রথম তাদের মূল প্রতিবেদন করেছে নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে। শিরোনাম ‘দিয়েছে নতুন বাংলাদেশ গড়ার শপথ’। অবশ্য পাশাপাশি ‘বোতলের সয়াবিনের সংকট, চড়া দামে বিক্রি খোলা তেল’ শিরোনামে আরেকটি পার্শ্ব খবর প্রকাশ করেছে প্রথম পাতায়।

চট্টগ্রাম থেকে করা প্রতিবেদনটিতে বলা হয়েছে, পবিত্র রমজান উপলক্ষে নিত্যপণ্যের কেনাকাটা শুরু করে দিয়েছেন ক্রেতারা। কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন তেল।

ঢাকা ও চট্টগ্রামের কয়েকটি বাজার ঘুরে গতকাল শুক্রবার দেখা গেছে, বোতলজাত সয়াবিন তেল নেই বললেই চলে। বিশেষ করে পাঁচ লিটারের বোতল পাওয়া যাচ্ছে না। কয়েক সপ্তাহ ধরেই এই সংকট চলছে। এই সুযোগে খোলা সয়াবিন তেলের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, এক মাসে খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে ১৫ থেকে ১৭ টাকা। বিক্রি হচ্ছে ১৮৫-১৯০ টাকা লিটার দরে। এই দর সরকার নির্ধারিত দামের চেয়ে লিটারে ২৮ থেকে ৩৩ টাকা বেশি। খোলা তেলের দাম বোতলের তেলকে ছাড়িয়ে গেছে। বোতলের সয়াবিন তেলের নির্ধারিত দর লিটারপ্রতি ১৭৫ টাকা। পাঁচ লিটারের বোতলের দর ৮৫২ টাকা। বাজারে যতটুকু পাওয়া যাচ্ছে, তার মোড়কে এই দরই লেখা হচ্ছে। অবশ্য খুচরা ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রে বেশি নিচ্ছেন।

ইত্তেফাক

নতুন দলের আত্মপ্রকাশের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি প্রতিবেদন বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে প্রথম পাতায়।

‘ভোটে সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়: তারেক রহমান’ এই প্রতিবেদনে বলা হয়েছে, যতক্ষণ না জনগণের প্রত্যক্ষ ভোটে সংসদ ও সরকার গঠিত না হবে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, সব ধর্ম, বর্ণের মানুষের জন্য নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচন বিরাট সুযোগ।

প্রথম পাতায় থাকা আরও একটি প্রতিবেদন গুরুত্ব দিয়ে ছেপেছে পত্রিকাটি। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের একটি বক্তব্য নিয়ে সংবাদটি প্রকাশ করেছে তারা, যার শিরোনাম ছিল ‘বিচার, সংস্কার ও স্থানীয় নির্বাচন আগে করতে হবে: পরওয়ার’

কালের কণ্ঠ

নতুন দলের আত্মপ্রকাশের সংবাদটি প্রকাশ করা হয়েছে ‘লক্ষ্য সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা’ শিরোনামে। এছাড়া আরও একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বেশ গুরুত্ব দিয়ে, যেখানে বিগত সরকারের নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশদের বিষয় উঠে এসেছে।

দৌড়ের ওপর ‘নৈশভোটের’ দোসর পুলিশ কর্মকর্তারা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, এখন দৌড়ের ওপর আছেন আওয়ামী শাসনামলে নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা। তাঁরাই ছিলেন গত সরকারের আমলে পুলিশের সবচেয়ে দাপুটে কর্তাব্যক্তি। গত মঙ্গলবার এ ধরনের ৮২ পুলিশ কর্মকর্তাকে ওএসডি করার পর এখন তাঁদের অর্জিত অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ চিঠি দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আজকের পত্রিকা

তরুণদের দল গঠনের নিউজকে প্রাধান্য দিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে- জুলাইয়ের নায়কদের নতুন যাত্রা। এছাড়া কমিটি নিয়েও একটি পৃথক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সামনের সারির তরুণদের কে কোন পেয়েছে।

আরও পড়ুন