বাংলা প্রবাদের এপিঠ ওপিঠ

প্রতীকী
প্রতীকী

প্রবাদ ও প্রবচনের প্রাচুর্য বাংলা ভাষাকে করেছে সমৃদ্ধ, বৈচিত্রময়। তবে এই দুইয়ের মাঝে আছে সূক্ষ্ম পার্থক্য, আদতে সমার্থক হলেও।

প্রবাদ হলো অজ্ঞাত পরিচয়ের সাধারণ মানুষের পরম্পরাগত সৃষ্টি। আর কবি, সাহিত্যিক, চিন্তকরা হলেন প্রবচনের স্রষ্টা।

এককথায় প্রবাদ হলো লোক-অভিজ্ঞতার ফসল, প্রবচন মনীষীর সৃষ্টি।

বাংলা ভাষার প্রবাদ শুধু জীবনবোধের শিক্ষা দেয় না, বরং আমাদের দৈনন্দিন অভিজ্ঞতার কথা আকর্ষণীয়ভাবে তুলে ধরে; যেমন কচি পাঁঠা বৃদ্ধ মেশ, দধির অগ্র ঘোলের শেষ। অথবা খাবারের আগে, মাইরের পরে। এসব প্রবাদ আমাদের সংস্কৃতি, অভিজ্ঞতা এবং বাস্তবতারই প্রতিচ্ছবি।

মজার ব্যাপার হলো, প্রতিটি প্রবাদের একটি না একটি বিপরীত প্রবাদও রয়েছে! এমনই কিছু প্রবাদের এপিঠ ও ওপিঠ নিয়ে এসেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী, অশোক কর্মকার।

প্রবাদ: মুড়ি বলো, চিড়া বলো, ভাতের সমান না; মাসি বলো, পিসি বলো, মায়ের সমান না।

বিপরীত প্রবাদ: উনা ভাতে দুনা বল, অতি ভাতে রসাতল।

প্রবাদ: নাই মামার চেয়ে কানা মামা ভালো।
বিপরীত প্রবাদ: দুষ্টু গরু থেকে শূন্য গোয়াল ভালো

প্রবাদ: যেমন কর্ম, তেমন ফল।
বিপরীত প্রবাদ: সুদখোরের কর্মে, কুয়ো খোঁড়া কপালে।

প্রবাদ: সবুরে মেওয়া ফলে

বিপরীত প্রবাদ: সবুরে পচনও ধরে

প্রবাদ: আপন থেকে পর ভালো।
বিপরীত প্রবাদ: পর কি কখনও আপন হয়?

প্রবাদ: হাতের পাঁচই বড়।
বিপরীত প্রবাদ: পাঁচ আঙুল সমান নয়।

প্রবাদ: গাছে কাঁঠাল, গোঁফে তেল।
বিপরীত প্রবাদ: গাছে কাঁঠাল লাগালে তবেই তেল মাখা যায়।

প্রবাদ: কানাকড়ি দামে মেলে না সোনার হরিণ।
বিপরীত প্রবাদ: কানাকড়ির মধ্যেই লুকিয়ে থাকে সোনার হরিণ।

প্রবাদ: যত গর্জে তত বর্ষে না।
বিপরীত প্রবাদ: বেশি গর্জনেই বড় বর্ষণ হয়।

প্রবাদ: নেই মামার চেয়ে খাই মামা ভালো।
বিপরীত প্রবাদ: খাই মামার চেয়ে নেই মামা ভালো।

প্রবাদ: অতি বড়াইতে লঙ্কা ঝরে।
বিপরীত প্রবাদ: বড়াই ছাড়া বড় কিছু হয় না।

প্রবাদ: আপনার পা ঠেলে ঠাঁই পাবি কোথায়?
বিপরীত প্রবাদ: পা ঠেললে উঁচু আসন মেলে।

প্রবাদ: যেখানে বাঘের ভয়, সেখানে রাত হয়।
বিপরীত প্রবাদ: বাঘের ভয়েই পথ সোজা হয়।

প্রবাদ: অতি চালাকের গলায় দড়ি।
বিপরীত প্রবাদ: অতি চালাকের বুদ্ধিতে দড়িও মুক্তি।

প্রবাদ: মরা হাতি লাখ টাকা।
বিপরীত প্রবাদ: মরা হাতি যদি কিছু না থাকে, তবে শুধু পচন।

প্রবাদ: নামে বড়, কাজে ছোট।
বিপরীত প্রবাদ: নামের আড়ালে কাজ বড় হয়।

প্রবাদ: যার যায়, তার যায়।
বিপরীত প্রবাদ: যা যায়, তা ফেরত আসার সম্ভাবনা থাকে।

প্রবাদ: পরের ঘরে আগুন দিলে নিজের ঘরও পুড়ে।
বিপরীত প্রবাদ: পরের ঘর পুড়িয়ে নিজের ঘরে শীত কাটানো যায়।

প্রবাদ: নাচতে না জানলে উঠোন বাঁকা।
বিপরীত প্রবাদ: উঠোন যদি বাঁকা হয়, তবে নাচ দেখবে কেমন করে?

প্রবাদ: কষ্ট না করলে কেষ্ট মেলে না।
বিপরীত প্রবাদ: অনেকেই কষ্ট না করেও কেষ্ট পায়।

প্রবাদ: আগে ঘর, পরে সিঙ্গার।
বিপরীত প্রবাদ: ঘর ছাড়া সিঙ্গার হওয়া যায় না।

প্রবাদ: তেলে মাথায় ঢালো তেল।
বিপরীত প্রবাদ: যে মাথায় নেই তেল, ঢালো তেল সেই মাথায়।

প্রবাদ: যেমন কর্ম, তেমন ফল।
বিপরীত প্রবাদ: সব সময় কর্ম অনুযায়ী ফল হয় না।

প্রবাদ: শাখ দিয়ে মাছ ঢাকা।
বিপরীত প্রবাদ: মাছ বড় হলে শাখ দিয়ে ঢাকাও বৃথা।

প্রবাদ: চোরে না শোনে ধর্মের কাহিনী।
বিপরীত প্রবাদ: সৎ কথা শুনে চোরেরও মন বদলাতে পারে।

প্রবাদ: লোভে পাপ, পাপে মৃত্যু।
বিপরীত প্রবাদ: সব লোভ পাপ নয়।

প্রবাদ: অতি বড়াইতে লঙ্কা ঝরে।
বিপরীত প্রবাদ: বড়াই না করলে নিজের ক্ষমতা কেউ জানবে না।

প্রবাদ: অল্প বিদ্যা ভয়ঙ্করী।
বিপরীত প্রবাদ: অল্প বিদ্যাই বড় বিদ্যার পথপ্রদর্শক।

প্রবাদ: সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না।
বিপরীত প্রবাদ: ঠিক কাজের জন্য সময় অপেক্ষা করবেই।

প্রবাদ: চাচার মোরগ ফুপি রান্না করে।
বিপরীত প্রবাদ: মোরগ যার, রান্নাও তার।

প্রবাদ: জলে কুমির, ডাঙায় বাঘ।
বিপরীত প্রবাদ: বুদ্ধি থাকলে কুমির ও বাঘ দুইকেই হারানো যায়।

প্রবাদ: ভাগ্যের লিখন খণ্ডানো যায় না।
বিপরীত প্রবাদ: পরিশ্রম ভাগ্যের থেকেও শক্তিশালী।

প্রবাদ: যে যায় লঙ্কায়, সে হয় রাবণ।
বিপরীত প্রবাদ: লঙ্কায় গেলেই সবাই রাবণ হয় না।

প্রবাদ: চোর পালালে বুদ্ধি বাড়ে।
বিপরীত প্রবাদ: চোর পালানোর আগেই বুদ্ধি প্রয়োজন।

প্রবাদ: যেমন বুনো, তেমন ফল।
বিপরীত প্রবাদ: বুনো হলেও ফল ভালো হতে পারে।

প্রবাদ: যত দোষ নন্দ ঘোষ।
বিপরীত প্রবাদ: সব দোষ নন্দ ঘোষের নয়।

আরও পড়ুন